যুক্তরাষ্ট্রের হ্যাকিং দাবি নাকচ করল রাশিয়া
প্রেসিডেন্ট নির্বাচনে যুক্তরাষ্ট্রের হ্যাকিং দাবি নাকচ করেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র বলেন, ওয়াশিংটনের দাবি ‘অশোভন’।
আজ শুক্রবার মুখপাত্র বলেন, ‘তাদের এভাবে কথা বলা বন্ধ করতে হবে অথবা কোনো প্রমাণ হাজির করতে হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, ‘আমাদের ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং নেব।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের প্রচারশিবিরের ইমেইল হ্যাকিং করেছে রাশিয়া বলে অভিযোগ পাওয়া গেছে। প্রথমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এ অভিযোগ করে।
এর আগে নির্বাচনে জয়ী ডোনাল্ড জয়ী হ্যাকিংয়ের দাবিকে হাস্যকর বলে উড়িয়ে দিয়েছেন। তবে তাঁর দেশের গোয়েন্দা সংস্থাগুলো বলছে, তাদের কাছে স্পষ্ট প্রমাণ রয়েছে যে, রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করেছে।
গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে সরাসরি সাইবার হামলায় জড়িত।
এর কয়েক ঘণ্টা পর ওবামা বলেন, ‘আমাদের নির্বাচনের বিশুদ্ধতায় কোনো বিদেশি সরকার প্রভাব ফেলার চেষ্টা করলে, আমাদের এ ব্যাপারে ব্যবস্থা নেব। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’
ট্রাম্প অভিযোগ করেছেন, নির্বাচনে হেরে গিয়ে ডেমোক্র্যাটরা রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে গল্প ফেঁদেছে। তিনি অনেক আগে থেকে পুতিনের প্রশংসা করে আসছেন। জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানান পুতিন।