বন্দুকধারীর গুলিতে ৩ ইসরায়েলি সৈন্য নিহত
মিসর-ইসরায়েল সীমান্তে বন্দুকধারীর গুলিতে তিন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। হামলাকারী মিসর পুলিশের পোশাক পরিধান করেছিল বলে জানা গেছে। আজ শনিবার (৩ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।
ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, শনিবার ভোরের দিকে মিসরের সীমান্তে একটি সামরিক পোস্টে গুলি চালিয়ে ইসরায়েলি বাহিনীর দুই সদস্যকে হত্যা করে একজন মিসরীয় পুলিশ। ঘণ্টাখানেক পরে ওই মিসরীয়র হাতে আরও এক সেনাবfহিনীর সদস্য মারা যান।
এদিকে, মিসরের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলছে, একজন মিসরীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্য একজন মাদক কারবারিকে তাড়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে চলে যায়। এ সময় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গুলি বিনিময় হয় তার। পরে, তার সঙ্গে ইসরায়েলি বাহিনীর বন্দুকযুদ্ধ হয়।
আল-জাজিরা বলছে, ঘটনাটি ইসরায়েলের নিতজানা ও মিসরের আল-আওজা সীমান্তে ঘটেছে। এই সীমান্ত দিয়ে ইসরায়েল ও গাজায় শস্য রপ্তানি করে থাকে মিসর।
বিষয়টি নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্ট বলেন, ‘সেখানে কি হয়েছিল তা নিয়ে চিফ অব স্টাফের সাঙ্গে কথা বলবো। দরকার পড়লে আমাদের সেনাবাহিনী ঘটনার তদন্ত করবে।’
ইসরায়েলি সামরিক বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডার প্রধান এলিজার টলেদানো বলেছেন, বন্দুকযুদ্ধটি চোরাচালান কার্যকলাপের সঙ্গে সম্পর্কিত কিনা তা তদন্তে অন্তর্ভুক্ত করা হবে। আমরা কোনো প্রশ্ন অমীমাংসিত রেখে দেব না।’