আটলান্টিকে নিখোঁজ ২০০ অভিবাসনপ্রত্যাশীর খোঁজে স্পেন
আটলান্টিক মহাসাগরে ২০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে নিখোঁজ নৌকার খোঁজ করছে স্পেনের কোস্টগার্ড। সেনেগাল উপকূল থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি খুঁজতে একটি উদ্ধারকারী বিমানের সহায়তা নিচ্ছে তারা। দেশটির কোস্ট গার্ডের বরাতে আজ সোমবার (১০ জুলাই) এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্টে স্পেনের কোস্টগার্ড লেখে, ‘ক্যানারি দ্বীপপুঞ্জ বেসড উদ্ধারকারী বিমানটি একটি নৌকা খুঁজছে, যা সেনেগাল থেকে ২০০ অভিবাসনপ্রত্যাশী নিয়ে যাত্রা শুরু করে।’
স্পেন কোস্টগার্ডের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘উদ্ধারকারী বিমানটি নিয়ে, আমরা গ্রান ক্যানারিয়া ও টেনেরিফের দক্ষিণের একটি বিস্তীর্ণ এলাকায় অনুসন্ধান করছি। কিন্তু, আমরা নৌকাটি খুঁজে পাইনি।’
অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে কাজ করা স্পেনের দাতব্য সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টয়েরাসের প্রধান হেলেনা মেলানো বলেন, ‘প্রায় ২০০ লোক নিয়ে গত ২৭ জুন সেনেগালের দক্ষিণাঞ্চলীয় শহর কাফন্টাইন ছেড়েছিল নৌকাটি। ওই নৌকায় থাকা ব্যক্তিগের স্বজনেরা আমাদের জানিয়েছেন, কয়েকদিন ধরে তাদের স্বজনেরা নিখোঁজ রয়েছে। তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই স্বজনদের।’
এই এনজিওটি স্প্যানিশ ও মরক্কো কর্তৃপক্ষকে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাটি নিয়ে সতর্ক করেছিল বলে এক অডিও বার্তায় জানিয়েছেন হেলেনা মেলানো।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, আটলান্টিক মহাসাগর দিয়ে ইউরোপে প্রবেশের রুটটি বেশ বিপজ্জনক। তীব্র স্রোত রয়েছে এই রুটে। তারপরও জীবনের ঝুঁকি নিয়ে অভিবাসনপ্রত্যাশীরা এই রুটে যাতায়াত করে। ভূমধ্যসাগর রুটে টহল বাড়ানোর পর থেকে অর্থাৎ, ২০১৯ সাল থেকে আটলান্টিক রুটে অভিবাসপ্রত্যাশীদের চাপ বেড়েছে।