সুদের হার বাড়ার মধ্যেই ইউরোজোনে ঋণের চাহিদা দুই দশকের মধ্যে সবনিম্ন
মূল্যস্ফীতি কমাতে সুদের হার বাড়িয়ে চলছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক। তবে, এরই মধ্যে ইউরোজোনের দেশগুলোর কোম্পানির মধ্যে ঋণের চাহিদা কমে গেছে, যা ২০০৩ সালের পর সর্বনিম্ন। আজ মঙ্গলবার (২৫ জুলাই) অঞ্চলটির মূল ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি)। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে ঋণের চাহিদা ব্যাংকগুলোর প্রত্যাশার চেয়ে যথেষ্ট কম ছিল। দুই দশক আগে এমনটা দেখা গিয়েছিল। ওই সময় সিরিজ আকারে ঋণের চাহিদা কমতে থাকে।
ইসিবি বলছে, ঋণের চাহিদা কমার মূল কারণ সুদের হার বৃদ্ধি ও বিনিয়োগ কমা। ফ্রাঙ্কফুর্টভিত্তিক কেন্দ্রীয় ব্যাংকটি
মূল্যস্ফীতি কমাতে দ্রুত গতিতে সুদের হার বাড়াচ্ছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকেই খাদ্য ও জ্বালানির দাম বাড়ায় অঞ্চলটিতে মূল্যস্ফীতি বেড়েছে।
প্রতিবেদনে এএফপি আরও জানিয়েছে, গত বছরের জুলাইয়ের পর থেকে এ পর্যন্ত শতকরা চার শতাংশ বেসিস পয়েন্ট বাড়িয়েছে। বর্তমানে ইসিবি সঞ্চয়ের বিপরীতে তিন দশমিক ৫০ শতাংশ লভ্যাংশ দিচ্ছে, যা ২০০১ সালের পর সর্বনিম্ন।
আগামী বৃহস্পতিবার ইসিবির পরিচালক পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সুদের হার বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পর্যবেক্ষকদের ধারণা, এই বৈঠকে সুদের হার চার ভাগের এক ভাগ বেসিস পয়েন্ট বাড়ানো হবে।
এদিকে, ইউরোজোনের আবাসন খাত ব্যবসায় ধস নেমেছে। আগের তুলনায় কমেছে বিক্রি। ইসিবি প্রতিবেদনে জানিয়েছে, গৃহ নির্মাণ ঋণের চাহিদাও কমেছে। তবে, আগের ত্রৈমাসিকের থেকে স্বল্প পরিমাণে কমেছে।
গবেষণায় দেখা গেছে, ইউরোজোনের পরিবারগুলোর মধ্যে হতাশা দেখা যাচ্ছে। এর ফলে ভোক্তাদের চাহিদা কমেছে। এ ছাড়া ব্যবসা ও গৃহ নির্মাণ ঋণ নিয়ে আরও কঠোরতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক।