মালয়েশিয়া এনটিভি'র ঈদ ফেস্টিভ্যালে আসছেন আকাশ সেন
এনটিভি'র ২১ বর্ষে পদার্পণ উপলক্ষে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হতে যাওয়া ঈদ ফেস্টিভ্যালে গান পরিবেশন করবেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার আকাশ সেন।
অনুষ্ঠানের আয়োজক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, আগামী রোববার (৬ আগস্ট) মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের হোটেল ইন্টারকন্টিনেন্টালে দিনব্যাপী অনুষ্ঠিত হবে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেখানে দু‘বাংলার জনপ্রিয় সুরকার ও কণ্ঠশিল্পী আকাশ সেন থাকবেন মূল আকর্ষণ। বুধবার (২ আগস্ট) কলকাতা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দিবেন তিনি। সন্ধ্যা ৭টা মালয়েশিয়া এনটিভি আয়োজিত সংবাদ সম্মেলনে যোগ দিবেন এই শিল্পী। আকাশ সেন মালয়েশিয়া দুই বাংলার প্রবাসীদের কাছে অত্যান্ত জনপ্রিয় একজন শিল্পী। তার জনপ্রিয় গানগুলো এখনও প্রবাসীদের মুখে মুখে রয়েছে।
আকাশ শুধু ভারতীয় চলচ্চিত্রের সুরকার নয়, তিনি বাংলাদেশের চলচ্চিত্র ও অ্যালবামেও সুর দেন। বাংলাদেশের বেশ কিছু সিনেমাতে গানও করেছেন তিনি। আকাশ সেন ২০১৮ সালে শ্রেষ্ঠ গায়ক হিসেবে বাংলাদেশ থেকে আই স্টার অ্যাওয়ার্ড পান।
বাংলাদেশে শুরু ২০১২ সালে ‘মোস্ট ওয়েলকাম’ সিনেমাতে কৈলাশ খেরের গাওয়া ‘কে কাহার’ দিয়ে। এরপর নিঃস্বার্থ ভালোবাসা সিনেমায়– ঢাকার পোলা, হোয়াট ইজ লাভ এবং সাজনা ভালোবাসা ভোলা যায় না। তার অসংখ্য জনপ্রিয় গান রয়েছে, যে গানগুলো শ্রোতারা দারুণভাবে গ্রহণ করে। বর্তমানে সাকিব খানের ‘প্রিয়তমা’ তার লেখা সুর ও সংগীতে দর্শক প্রিয়তা আকাশ চুম্বি জনপ্রিয়তা পায়। এনটিভির ঈদ ফেস্টিভ্যালে সেই গানটি শোনার জন্য মালয়েশিয়া প্রবাসীরা অধীর আগ্রহে উপেক্ষা করছে।
এনটিভির ফ্যাস্টিভ্যালে নাচ, গান, দেশিও আন্তর্জাতিক ফ্যাশন শো, আবৃত্তি, নাটক এবং কৌতুক ইত্যাদির আয়োজন থাকবে। মেলায় স্টলে প্রদর্শনীর জন্য থাকবে দেশীয় খাবার, পোশাক, ট্রাভেলস–ট্যুরিজম, রেমিট্যান্স–ব্যাংক, এডুকেশন কনসালটেন্সি ইত্যাদি। এ ছাড়া থাকবে র্যাফেল ড্র, পিঠা উৎসব এবং শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা।
এনটিভি দর্শক ফোরাম মালয়েশিয়ার উদ্যোগে আয়োজন হচ্ছে এই ফেস্টিভ্যাল। এই মেলায় প্রায় ৩০ জন মালয়েশিয়া নারী উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য নিয়ে মেলায় হাজির হবেন।