ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক হয়। জরুরি সতর্কবার্তার সাইরেন বেজে ওঠার পর দেশটির মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কলম্বিয়া কর্তৃপক্ষের বরাতে আজ শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, এখন পর্যন্ত ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে, ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে এক নারী বহুতল ভবন থেকে লাফ দিয়ে পড়ে নিহত হয়েছে। এ ছাড়া কলম্বিয়ার রাজধানী বোগোতার মেয়র এক নোটে জানান, ‘ভূমিকম্পের জেরে লিফটে বেশ কয়েকজন আটকা পরেন। এ ছাড়া অন্যান্য ছোটখাটো ঘটনা ঘটেছে।’
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, কলম্বিয়ায় আঘাত হানা ভূমিকম্পটি মাত্রা রিখটার স্কেলে ছিল ছয় দশমিক তিন। তবে, কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ছয় দশমিক এক।
কলম্বিয়ার সংস্থাটি বলছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭০৪) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল এল কালভারিও শহরে, যা রাজধানী বোগোতা থেকে ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বে অবস্থিত। প্রাকৃতিক দুর্যোগটির গভীরতা ছিল মাত্র ৩০ কিলোমিটার।
এদিকে, ভূমিকম্পের সময় দেশটির ভবনগুলো কেঁপে উঠে। পাশাপাশি জরুরি সতর্কবার্তার সাইরেন বেজে উঠে। এতে করে আতঙ্কিত হয়ে পড়ে বোগোতার বাসিন্দারা। দ্রুত ভবন থেকে নেমে রাস্তায় চলে আসে রাজধানীর বাসিন্দারা। পাশাপাশি প্রিয়জনদের ফোন কল দিতে থাকেন তারা।
বোগোতার মেয়র ক্লাউদিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, ‘আতঙ্কিত হয়ে এক নারী ১০ তলা থেকে লাফ দেন। এতে করে ঘটনাস্থলেই মারা যান তিনি।’ দেশটির অগ্নিনির্বাপণ কর্মীরা নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
উৎপত্তিস্থল শহর বাদেও ভূমিকম্পে এর আশেপাশের শহরগুলোর কেঁপে উঠে। এর মধ্যে রয়েছে ভিলাভিচেনচিয়ো, বুকারামানঙ্গা, তুনজা ও ইবাগুয়েও। এসব শহরের অবস্থান ভূমিকম্পের উৎপত্তিস্থল এল কালভারিও শহরের পার্শ্ববর্তী।