ভারতীয় সেনাবাহিনীর ট্রাক পিছলে নদীতে, নিহত ৮
ভারতের লাদাখে সৈন্যবাহী একটি ট্রাক রাস্তা থেকে পিছলে নদীতে পড়ে গেছে। এতে ট্রাকটিতে থাকা আট সেনা সদস্য নিহত হয়েছে। দেশটির স্থানীয় সময় আজ শনিবার (১৯ আগস্ট) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে লেহ শহরের ১৫০ কিলোমিটার দূরে কিয়ারিতে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।
দেশটির সেনাবাহিনী বলছে, একজন জুনিয়র কমিশন্ড কর্মকর্তা ও আটজন সেনা সদস্য ওই ট্রাকটিতে ছিলেন। লাদাখে ট্রাকটি রাস্তা থেকে পিছলে নদীতে পড়ে যায়। ভারতীয় সেনাবাহিনীর একটি বিভাগীয় সদর দপ্তর পূর্ব লাদাখের কিয়ারিতে অবস্থিত।
কর্তৃপক্ষ বলছে, ১০ জন সৈন্য ওই ট্রাকে ভ্রমণ করছিল। ওই কনভয়ে পাঁচটি গাড়ি ছিল। এই দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রম চলছে।