নাগরিকত্ব আইন শিথিল করছে জার্মানি
নাগরিকত্ব আইন শিথিল করছে ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি। দেশটির মন্ত্রিসভায় আজ বুধবার (২৩ আগস্ট) এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। এতে করে অভিবাসনপ্রত্যাশীদের দেশটির নাগরিকত্ব পাওয়া আরও সহজ হবে। পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব পাওয়াও সহজতর হবে। খবর এএফপির।
প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানায়, প্রস্তাবিত নতুন আইনটি কার্যকর করার জন্য দেশটির পার্লামেন্টে পাস হতে হবে। নতুন আইন অনুযায়ী, জার্মানিতে অবস্থান করা অভিবাসনপ্রত্যাশীরা আট বছরের পরিবর্তে পাঁচ বছর অবস্থান করলেই নাগরিকত্ব পাওয়ার যোগ্য হবেন। আর কাজ ও জার্মান ভাষায় দক্ষতাসম্পন্ন ব্যক্তিরা তিন বছর থাকার পরেই দেশটির নাগরিকত্ব পেতে সক্ষম হবেন। সম্ভাব্য নতুন নাগরিকদের দেখাতে হবে, তারা রাষ্ট্রের ওপর নির্ভরশীল নয়।
জার্মানিতে বহু তুর্কি নাগরিক রয়েছে। খসড়া আইনটি পাস হলে এসব তুর্কি দ্বৈত নাগরিকত্ব পাওয়ার সুযোগ বেশি পাবেন। অন্যান্য দেশের নাগরিকেরাও একই সুবিধা পাবেন।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তথাকথিত ‘অতিথি কর্মী’ হিসেবে বহু অভিবাসনপ্রত্যাশী জার্মানিতে প্রবেশ করে। তাদের দেশটির নাগরিকত্ব পাওয়া বেশ কঠিন ছিল। তবে, নতুন খসড়া আইনটি পাস হলে তাদের জন্য জার্মানির দুয়ার খুলে যাবে।
২০২১ সালের শেষের দিকে জার্মানির ক্ষমতায় আসেন ওলাফ শলৎসের মধ্য-বামপন্থি জোট । নির্বাচনের আগে তাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল দেশটির নাগরিকত্ব আইন সংশোধন। এখন সেই পথেই হাঁটছে জোট সরকার।
শ্রমিক সংকটে থাকা জার্মানি বিদেশি শ্রমিকদের আকর্ষণ করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে, এ কারণেই দেশটি নাগরিকত্ব আইন শিথিল করা হচ্ছে। বিষয়টি নিয়ে এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘জার্মানিতে যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে তা নতুন খসড়া আইনে প্রতিফলিত হয়েছে।’