ভারতে ট্রেনে ভয়াবহ আগুনে নিহত ১০, আহত ২০
ভারতের তামিলনাড়ু রাজ্যের মাদুরাই রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের বগিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার (২৬ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রেলওয়ে বিভাগ জানায়, বগিতে অবৈধভাবে রাখা একটি গ্যাস সিলিন্ডার থেকে আগুনের আগুনের সূত্রপাত হয়। ‘প্রাইভেট পার্টি কোচের’ ওই যাত্রীরা উত্তর প্রদেশের লখনৌ থেকে এসেছেন।
তদন্ত করতে রেলস্টেশনে ছুটে আসা মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা বলেন, ‘ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
দক্ষিণ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগুনে ১০ জনের মৃত্যু হয়েছে। পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও রেলওয়ের কর্মীরা আগুন নেভাতে কাজ করেছে। বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে আনা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজ (শনিবার) ভোর সোয়া ৫টায় আগুন লাগে এবং আধঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল সোয়া ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হন তারা।
দক্ষিণ রেলওয়ে বিভাগ আরও জানায়, প্রাইভেট পার্টি কোচটির যাত্রীরা চা, হালকা খাবার তৈরির জন্য লুকিয়ে আনা গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ রুপি দেওয়া হবে।
ভারতে যেকোনো ব্যক্তি আইআরসিটিসি পোর্টাল ব্যবহার করে পার্টি কোচ বুক করতে পারেন। তাদের গ্যাস সিলিন্ডারের মতো কোনো দাহ্য পদার্থ বহন করার অনুমতি নেই।