নতুন সদস্য নিতে ইইউকে তৈরি থাকতে হবে : চার্লস মিশেল
ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ হতে পারে নতুন সদস্য। ২০৩০ নাগাদ এসব সদস্য যোগ দিতে পারে। এ জন্য এই ইউনিয়নকে তৈরি থাকার পরামর্শ দিয়েছে ইউরোপীয় কাউন্সিলের প্রধান চার্লস মিশেল। আজ সোমবার (২৮ আগস্ট) ইউরোপীয় কাউন্সিলের প্রধান বলেছেন, ‘পূর্ব ইউরোপ ও বলকান অঞ্চলের দেশগুলো নতুন করে সদস্য হতে পারে, এ জন্য তৈরি থাকতে হবে।’ খবর এএফপির।
প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ২০২২ সালে ইউক্রেন আগ্রাসন চালায় রাশিয়া। এরপরেই দুই প্রতিবেশী দেশের মধ্যে যুদ্ধ বাধে, যা চলমান। এ যুদ্ধের ফলে ব্রাসেলস নতুন রাজনৈতিক চিন্তার দিকে মনোযোগ দিয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে থাকা সদস্যপ্রার্থীদের উচ্চভিলাসে সহায়তার পরিকল্পনা করছে। কিন্তু, এখনও ইউক্রেনে লড়াই চলছে। এ ছাড়া সাবেক সোভিয়েত রাষ্ট্র মালদোভার পশ্চিমাপন্থী সরকার ক্ষমতা টিকে রাখতে লড়াই চালিয়ে যাচ্ছে।
স্লোভেনিয়ায় ব্লেড স্ট্র্যাটেজিক ফোরামে ভাষণ দিতে গিয়ে চার্লস মিশেল বলেন, ‘আমি বিশ্বাস করি, বিশ্বাসযোগ্য হতে আমাদের অবশ্যই সময় এবং হোমওয়ার্ক সম্পর্কে কথা বলতে হবে। ইইউর ভবিষ্যৎ কৌশলগত এজেন্ডা প্রস্তুতের সঙ্গে সঙ্গে আমাদের নিজেদেরকে একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। আমি বিশ্বাস করি, ২০৩০ সালের মধ্যে আমাদের প্রস্তুত থাকতে হবে, উভয় পক্ষের জন্য।’
ইউরোপীয় কাউন্সিলের প্রধান বলেন, ‘এটা উচ্চাভিলাসী, তবে প্রয়োজনীয়। আমদের গুরুত্ব এর মাধ্যমে প্রকাশ পাবে।’
মিশেল এক নোটে উল্লেখ করেছেন, যুগোস্লাভিয়ার রক্তক্ষয়ী বিচ্ছেদ থেকে সৃষ্ট হওয়া পশ্চিম বলকান অঞ্চলের দেশগুলো ইইউতে যোগ দিতে ইচ্ছুক। দুই দশক আগে থেকে দেশগুলো ইইউতে যোগ দিতে চাচ্ছে।