এলইডি লেহেঙ্গা পরে ভাইরাল কনে
বিয়ে বলে কথা। নতুন কিছু হতে হবে, এমন ট্রেডিশন আজকের নয়। যদিও নেটদুনিয়ায় অনেকেই এখন দেখাচ্ছেন চমক। একেবারেই আলাদা আয়োজন নিয়ে ভাবনাটা এখন খুব প্রচলিত। মরটবাইক চালিয়ে বাংলাদেশে ভাইরাল হয়েছিল এক কনে। এবার এলইডি লাইটের লেহেঙ্গা পরে নজর কারলেন আরও একজন।
রিহ্যাবমাকসুদ নামে ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, কনে হেঁটে আসছেন। এরপর তিনি তার বরের হাত ধরে আছেন। তাদের দুজনের পোশাকে নানা রঙের আলো জ্বলছে। পরে অতিথিদের দেখা যায়। ভিডিওটির শেষভাগে কনেকে লেহেঙ্গা পরে নৃত্যের তালে ঘুরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
ওই পোস্টে কনে দানিয়ালজামের বরাতে লেখা হয়েছে, ‘আমার মেহেদি ২০২৩ এর ঘটনা। আমার ড্রেসটি ডিজাইন করেছেন আমার সুপার ডুপার স্বামী যিনি সব সময় চেয়েছিলেন যে, তার কনে তার বড় দিনে আলোর সঙ্গে উজ্জ্বল হয়ে উঠুক।’ এরপর একটি হাসির ইমোজি দিয়ে তিনি লেখেন, ‘আমাকে বলা হয়েছিল, লোকেরা তোমাকে নিয়ে ঠাট্টা করবে, কিন্তু আমি পোশাকটি পড়ে গর্বিত। কারণ, আমি জানি, কোনো পুরুষ তার কনের জন্য এই ধরনের প্রচেষ্টা করেনি।’
ঘটনাটি পাকিস্তানের বলে দাবি করছেন অনেকে। ওই ভিডিওর ট্যাগে পাকিস্তানি ফ্যাশন, পাকিস্তানি বিয়ে উল্লেখ আছে।