ভারতে সাম্প্রদায়িক সহিংসতার মূল হোতা মনু গ্রেপ্তার
ভারতের গোরক্ষা কমিটির নেতা ও গত জুলাইয়ে হরিয়ানার নুহ জেলায় হিন্দু-মুসলিম সহিংসতার মূল হোতা মনু মানেশ্বরকে গ্রেপ্তার করা হয়েছে। রাজস্থানে দুই মুসলমানকে হত্যার অভিযোগ থাকা মনুকে গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
হরিয়ানা পুলিশের একটি সূত্র এনডিটিভিকে বলেছেন, ‘আজ তথ্য প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মনুকে আটক করা হয়েছে। তবে, সন্ধ্যার মধ্যে তার জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই অভিযোগে জামিন পেলে রাজস্থান পুলিশ তাকে ডাবল মার্ডার মামলায় হেফাজতে নেবে।’
গত জুলাই নুহ জেলায় হওয়া দাঙ্গায় অন্যতম মূল হোতা মনু। ওই দাঙ্গায় অন্তত ছয়জন প্রাণ হারান। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) আয়োজিত ‘জল অভিষেক যাত্রা’ চলাকালীন গত ৩১ জুলাই হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সহিংসতা শুরু হয়। যা, পরে গুরুগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, জল অভিষেক যাত্রায় অংশ নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে মনু। এর জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানের ঠিক দুদিন আগে একটি ভিডিও প্রকাশ করেন হত্যা মামলার এই আসামি। ওই ভিডিওতে তিনি সোমবারের জল অভিষেক যাত্রায় বিপুল সংখ্যক হিন্দুকে যোগ দেওয়ার আহ্বান জানান।
গত ফেব্রুয়ারিতে রাজাস্থানের ভারতপুর জেলার দুই মুসলিম বাসিন্দা গোরক্ষক দ্বারা অপহৃত হন। অপহরণের একদিন পরেই অর্থাৎ, গত ১৫ ফেব্রুয়ারি নাসির ও জুনায়েদ নামে ওই দুজনের মরদেহ হরিয়ানার বিহওয়ানিতে একটি গাড়িতে পায় পুলিশ। সেই ঘটনায় হওয়া মামলায় অন্যতম আসামি মনু।