সিকিমে বন্যায় নিহত বেড়ে ৫৩, নিখোঁজ দেড় শতাধিক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সিকিমের বন্যায় নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৩ জনে। এখনও নিখোঁজ আছে দেড় শতাধিক মানুষ।আজ শনিবার (৭ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এর আগে গত তিন দিনে তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছিল ২৭ মরদেহ। এদের মধ্যে সাতজনের পরিচয় শনাক্ত করা গেছে।
সিকিমের বিভিন্ন এলাকায়গত মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হয়। টানা বর্ষণে বুধবার ভোরের দিকে সিকিমের দক্ষিণ লোকন হ্রদের পানি উপচে তিস্তায় মিশে উপত্যকা অঞ্চলে ব্যাপক বন্যা শুরু হয়।
পাহাড়ি ঢল ও বন্যায় তিস্তা উপত্যকার অন্তত এক হাজার ১৭৩টি বাড়িঘর ভেঙে পড়েছে এবং উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে দুই হাজার ৪২৩ জনকে। সিকিমের মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে এসব তথ্য।
এদিকে, পাহাড়ি ঢল ও বন্যার কারণে রাজ্যের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ভেঙে পড়ায় সিকিমের বিভিন্ন এলাকায় আটকা পড়েছেন তিন হাজারের বেশি পর্যটক। বিমান বাহিনীর হেলিকপ্টার ও উড়োজাহাজে করে তাদের সরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সেটি একটি চ্যালেঞ্জিং ব্যাপার।
কারণ ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর ইন্ডিয়া মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) তার সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, সিকিমের উঁচু ও পার্বত্য অঞ্চলগুলোতে আরও পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সিকিমের বেশিরভাগ পর্যটন স্পট এসব পার্বত্য এলাকাতেই। মেঘলা ও বর্ষণমুখর আবহাওয়ায় পার্বত্য অঞ্চলে হেলিকপ্টার ও উড়োজাহাজ চালানো ঝুঁকিপূর্ণ।