মার্কিন সেনা সদস্যদের নিয়ে যা বললেন বাইডেন ও তার স্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল ট্রেসি জ্যাকবস বাইডেন মার্কিন শিক্ষিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার স্ত্রী জিল বাইডেনের হাস্যেজ্জ্বল ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে। প্রেসিডেন্ট বাইডেনই ছবিটি তার এক্স ভেরিফায়েড পেজে প্রথম পোস্ট করেন আজ শুক্রবার (২৪ নভেম্বর)। ছবিটি পোস্ট করে তিনি ‘থ্যাঙ্কস গিভিং ডে’তে দেশটির সশস্ত্রবাহিনীর সদস্যদের প্রতি মমত্ববোধ প্রকাশ করেছেন।
আজ ভোর সাড়ে ৪টায় এক্সে প্রেসিডেন্ট বাইডেন ‘থ্যাংক্স গিভিং ডে’ উপলক্ষে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি তার দেশের সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। লিখেছেন, ‘আমাদের স্বাধীনতা রক্ষায় দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিদিন যে ত্যাগ স্বীকার করছে, তার প্রতি কৃতজ্ঞতা জানাতে জিল এবং আমি তাদের সঙ্গে কথা বলেছি।’
ঐতিহাসিকভাবে থ্যাঙ্কস গিভিং ডে ধর্মীয় ও সাংস্কৃতিক একটি অনুষ্ঠান। দিবসটির মূল উদ্দেশ হলো পরিবার, প্রতিবেশী, বন্ধু-বান্ধবসহ সবাই একত্রিত হয়ে সবার জীবনের প্রতিটি সাফল্যের জন্য এবং দেশ ও জাতির সাফল্যের জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। এটিকে অনেকে দ্য টার্কি ডে-ও বলে থাকে। মার্কিনরীতি অনুযায়ী, দেশটিতে প্রতি বছরের চতুর্থ বৃহস্পতিবার ‘থ্যাঙ্কস গিভিং ডে’ পালন করে।