আরব সাগরে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েন করবে ভারত
গত সপ্তাহে আরব সাগরের পশ্চিম অংশে ইসরায়েল সম্পর্কিত একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলা চালানো হয়। এই হামলার পরই সাগরের পশ্চিম উপকূলের ভারতীয় অংশে তিনটি যুদ্ধজাহাজ মোতায়েনের কথা জানিয়েছে দিল্লি। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ গণামাধ্যমটি জানিয়েছে, ভারতের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ গুজরাট থেকে ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার দূরে এমভি চেম প্লুটো জাহাজে ড্রোন হামলা চালানো হয়। হামলার ফলে জাহাজটি আগুন লাগে। তবে, ক্রুরা দ্রুত তা নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই জাহাজে থাকা ক্রদের মধ্যে ২১ জন ভারত ও ভিয়েতনামের নাগরিক।
বিবিসি বলছে, লাইবেরিয়ার পতাকাবাহী এমভি চেম প্লুটো জাহাজটি জাপানের এক নাগরিকের মালিকানাধীন। এটি ব্যবহার করে। কেমিক্যাল আনা নেওয়া এটি কাজ করে। ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি ফার্ম অ্যামব্রে জানিয়েছে, জাহাজটির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক রয়েছে। তবে, কি সম্পর্ক রয়েছে তা নির্দিষ্ট করেনি তারা।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ড্রোনের হামলার শিকার ওই জাহাজটি সৌদি আরব থেকে তেল নিয়ে দক্ষিণ ভারতের মাঙ্গালোর বন্দরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে এটি হামলার শিকার হয়।
হামলার পর গতকাল সোমবার ভারতীয় কোস্টগার্ড এমভি চেম প্লুটো জাহাজটিকে মুম্বাই নিয়ে যায়।
ভারতের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আরব সাগরে সাম্প্রতিক হামলার কথা বিবেচনা করে আমরা আরব সাগরে পশ্চিম উপকূলের বিভিন্ন এলাকায় গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস মরমুগাও, আইএনএস কোচি ও আইএনএস কলকাতা মোতায়েন করব। উপকূলের এলাকা পর্যবেক্ষণে নিয়মিত নজরদারি ড্রোন উঠানো হবে বলে জানায় ভারতের নৌবাহিনী।
বিবিসি বলছে, ভারত মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব ও ইরাকের জ্বালানির ওপর অনেক বেশি নির্ভরশীল। আরব সাগর রুটে যেকোন ব্যাঘাত ঘটলে ভারতের জন্য সমস্যা হতে পারে। গতকাল সোমবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘সমগ্র ভারত মহাসাগর অঞ্চলের নিরাপত্তায় ভূমিকা পালন করব আমরা।’