শিক্ষা সফরে ছাত্রের সঙ্গে শিক্ষিকার অন্তরঙ্গ ফটোশুট!
এক ছাত্রের সঙ্গে শিক্ষিকার অন্তরঙ্গ ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। এ নিয়ে সামাজিকে যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র প্রতিক্রিয়া। ভারতের কর্ণাটক থেকে প্রকাশিত একটি দৈনিক ডেকান হেরাল্ডের বরাতে এনডিটিভি বলছে, শিক্ষা সফরে গিয়ে দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে অন্তরঙ্গ হন ওই শিক্ষিকা। সেই ছবি এখন রীতিমত ভাইরাল।
এনডিটিভির প্রতিবেদন বলছে, ছড়িয়ে পড়া ছবিতে যে শিক্ষিকাকে দেখা যাচ্ছে, তিনি কর্ণাটকের মুরুগামল্লার সরকারি উচ্চ বিদ্যালয়ের বলে দাবি করেছে ডেকান হেরাল্ড। সেই ছবিতে দেখা যাচ্ছে, শিক্ষক ছাত্রটিকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। অন্যদিকে, ছাত্রটি ওই শিক্ষিকাকে জড়িয়ে ধরে ওপরে তুলে ধরেও ছবি তুলেছেন।
ছবিগুলো অমিত সিং রাজাওয়াত নামে এক্স অ্যাকাউন্টে (আগের টুইটার) পোস্ট করা হয়েছে। ‘সমাজে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামের ওই পোস্টে অমিত সিং রাজাওয়াত লেখেন, ‘কর্ণাটকের মুরুগামাল্লা চিক্কাবাল্লাপুর জেলায় একটি সরকারি স্কুল শিক্ষকের 10 শ্রেনীর ছাত্রের সাথে একটি রোমান্টিক ফটোশুটের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। পরে ছাত্রটির বাবা-মা ব্লক শিক্ষা কর্মকর্তার (বিইও) কাছে অভিযোগ দায়ের করেছেন৷ শিক্ষিকার আচরণের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন অভিভাবকরা।’
অভিযোগ পেয়ে ব্লক শিক্ষা কর্মকর্তা (বিইও) ভি উমাদেবী স্কুলটি পরিদর্শন করেছেন বলে জানিয়েছে গণমাধ্যম ডেকান হেরাল্ডের। তারা প্রতিবেদনে বলেছে, তদন্ত না করে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি এই কর্মকর্তা।
অমিত সিং রাজাওয়াতের পোস্টটি করেন গত বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে। এরপর থেকে আজ শনিবার রাত ৯টা ৪১ পর্যন্ত এটি দুই লাখ ৫৬ হাজার বারের বেশি ভিউ হয়েছে। যদিও পোস্টের কমেন্টে অনেকেই ছবিটিকে ‘প্রকাশ্যে দেখাবেন না’ বলে অনুরোধ করেছেন। অধিকাংশরাই শিক্ষিকার বিচারের দাবি জানিয়েছেন। কারণ, শিক্ষিকার সঙ্গে ছাত্রের বয়সের যতেষ্ট পার্থক্য আছে। তারা মনে করছেন, শিক্ষিকাই ছাত্রকে উসকিয়েছে। অন্যদিকে, অনেকে ছাত্রটিও নিরপরাধ নয়। তারও শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন।