নাইজারে বন্ধ হলো ফ্রান্সের দূতাবাস
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্ধ হলো ফ্রান্সের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দূতাবাস বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থা এএফপি বলছে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার (২ জানুয়ারি) নাইজারে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয় বলেছে, ফরাসি সৈন্যরা দেশ ছেড়ে চলে আসার মাত্র দুই সপ্তাহ পর দেশটিতে অভ্যুত্থানের মাধ্যমে প্যারিসের গুরুত্বপূর্ণ মিত্রকে ক্ষমতাচ্যুত করেছে।
মন্ত্রণালয় বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটিতে দূতাবাস বন্ধ থাকবে। একইসঙ্গে সেখানে তাদের মিশন প্যারিস থেকে পরিচালিত হবে। এতে আরও বলা হয়েছে, অভ্যুত্থানের পর থেকে পাঁচ মাস ধরে ‘আমাদের দূতাবাস গুরুতর বাধার সম্মুখীন হয়েছে, যার ফলে মিশনের চারপাশে অবরোধসহ মিশন পরিচালনা করা অসম্ভব।’