চীনে দোকানে আগুন লেগে নিহত ৩৯
চীনের মধ্যাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে গতকাল বুধবার (২৪ জানুয়ারি) একটি দোকানে আগুন লেগে কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৯ জন। শিনউ শহরের ওই দোকানে লাগা আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ১২ জনকে আটক করেছে। খবর এএফপির।
এ অগ্নিকাণ্ডের পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতায় ঘটা এসব দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আগুনের সূত্রপাত হয় ভবনটির নিচতলার গুদাম থেকে, যেখানে কর্মচারীরা অবৈধভাবে আগুনের ব্যবহার চালিয়ে আসছিল।
শিনউ শহরের মেয়র জু হং বলেন, ‘আগুন লাগার ফলে খুব দ্রুত ভারী ধোঁয়া প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে সেখানকার একটি হোটেলে অবস্থানরত প্রশিক্ষণ নিতে আসা ছাত্র-ছাত্রী ও লোকজন আটকা পড়েন।’
সিনহুয়া জানায়, আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।
এ সপ্তাহেই চীনের হেনান প্রদেশে একটি আবাসিক স্কুলে আগুন লেগে ১৩ ছাত্র-ছাত্রী মারা যাওয়ার পরপরই বুধবারের এই আগুনের ঘটনা ঘটল। এ ছাড়া গত বছরের নভেম্বরে চীনের শানশি প্রদেশে একটি কয়লা খনিতে আগুন লেগে ২৬ জন মারা যায়।