বেসামরিকদের ওপর হামলা বন্ধে মিয়ানমারকে আহ্বান জানাল ৯ দেশ
মিয়ানমারের জান্তা সরকারকে বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) নয়টি সদস্য রাষ্ট্র ও তিন স্থায়ী সদস্য। একইসঙ্গে তারা প্রেসিডেন্ট উ উইন মিন্ট এবং স্টেট কাউন্সেলর অং সান সু চি-সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তির আহ্বান জানিয়েছে। খবর ইরাবতির।
থাইল্যান্ডভিত্তিক গণমাধ্যমটি আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বলেছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, ইকুয়েডর এবং মাল্টা মিয়ানমার বিষয়ে কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠকের আগে গতকাল সোমবার যৌথ বিবৃতি জারি করেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ দেশের মধ্যে নয়টি স্থায়ী সদস্য রয়েছে, যারা বেসামরিকদের ওপর হামলা বন্ধে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাল।
বিবৃতিতে বলা হয়, ‘মিয়ানমারের সামরিক বাহিনীর নির্বিচার বিমান হামলাসহ চলমান সংঘাতে বেসামরিক মানুষের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। নিরাপত্তা পরিষদের ২৬৬৯ রেজল্যুশন অনুযায়ী, আমরা সব ধরনের সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘মিয়ানমারে নির্বিচার বন্দী করা ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। এই বন্দীদের মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট উইন মিয়ন্ত সুয়ে ও স্টেট কাউন্সিলর অং সান সু চি।’