স্পেনের বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ১০
স্পেনের ভ্যালেন্সিয়া শহরের একটি বহুতল ভবনের অ্যাপার্টমেন্ট ব্লকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দশজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টার পর নগরীর কাম্পানা এলাকায় ১৪তলা ভবনটিতে আগুন লাগে। দ্রুত তা পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ছয় দমকল কর্মী ও এক শিশুসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। খবর বিবিসির।
বিবিসি জানিয়েছে, দমকল কর্মীদের ভবন দুটির বারান্দা থেকে লোকজনকে উদ্ধার করতে দেখা গেছে। প্রবল বাতাসে আগুন আরও ছড়িয়ে পড়ে, তবে ভবনটির আচ্ছাদনের জন্য ব্যবহার করা অত্যন্ত দাহ্য উপাদানগুলোও আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
২০ জনেরও বেশি দমকল কর্মী কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। শুক্রবার ভোররাতের দিকেই ভবনটি একটি বিশাল আগুনে পোড়া এক কাঠামোতে পরিণত হয়। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
ভবনটির ব্যবস্থাপক জানিয়েছেন, পুড়ে যাওয়া ভবনটিতে ১৩৮টি ফ্ল্যাট ছিল আর সেগুলোতে প্রায় সাড়ে ৪০০ মানুষ বসবাস করতো।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দমকল কর্মীরা ক্রেন ব্যবহার করে ভবনটির বেশ কিছু বাসিন্দাকে উদ্ধার করেছেন, তাদের মধ্যে সপ্তমতলায় বসবাস করা এক দম্পতিও ছিল।
ঘটনাস্থলের কাছে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। আগুনের কারণে ঘরহারা লোকজনকে স্থানীয় হোটেলগুলোতে রাখা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন : ‘ভ্যালেন্সিয়ার একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাশ... আমি ক্ষতিগ্রস্ত সমস্ত লোকের প্রতি আমার সংহতি জানাচ্ছি।’