রেকর্ড তাপমাত্রায় পুড়ছে এশিয়ার আরও যেসব দেশ
বাংলাদেশ ছাড়াও তীব্র খরতাপে পুড়ছে এশিয়ার আরও কিছু দেশ। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) তীব্র তাপ প্রবাহে অতিষ্ট হয়ে ওঠেন প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, কেরালাসহ বিভিন্ন রাজ্যের মানুষ। এদিন দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আরেক প্রতিবেশী দেশ মিয়ানমারে পারদ ওঠে ৩৯ ডিগ্রিতে। শুক্রবার দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে ৩২, শ্রীলঙ্কায় ৩০ আর মালদ্বীপে ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে, থাইল্যান্ডে ৩৮ ডিগ্রি আর সিঙ্গাপুরে রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণপূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তবে গতকাল শুক্রবার ব্যতিক্রম ছিল আফগানিস্তান। এদিন দেশটিতে তাপমাত্রা ছিল মাত্র ১১ ডিগ্রি সেলসিয়াস।
বিস্তারিত দেখুন ভিডিওতে।