কেন আপনাদের এমন সন্দেহ হলো : এনডিএ জোটে থাকা প্রসঙ্গে নাইডু
ভারতের সাম্প্রতিক নির্বাচনের ফলাফল ঘোষণা শেষে ‘কিংমেকার’ হিসেবে আবির্ভূত হওয়া চন্দ্রবাবু নাইডু বলেছেন, তার দল তেলেগু দেশম পার্টি সরকার গঠনে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্সের (এনডিএ) সঙ্গে আছে এবং থাকবে। এই রাজনীতিবিদকে নিজেদের জোটে টানতে কংগ্রেস নেতৃত্বাধীন ইনডিয়া জোট প্রস্তাব দিয়েছে এমন কানাঘুষার পরিপ্রেক্ষিতে নাইডু এ মন্তব্য করলেন। খবর এনডিটিভির।
গতকাল বুধবার (৫ জুন) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ভারতের পরবর্তী সরকার গঠনে এনডিএ জোট নেতাদের যে বৈঠক হয়, সেখানে ছিলেন চন্দ্রবাবু নাইডু। বৈঠক শেষে চলে যাওয়ার সময় তিনি জানান, আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।
আপনি এখনও এনডিএর অংশ কি না, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাবে চন্দ্রবাবু নাইডু বলেন, ‘যদি এনডিএর অংশ না হতাম তাহলে কীভাবে নির্বাচনে অংশগ্রহণ করলাম? আমরা সম্মিলিতভাবে লড়াই করেছি। আমি জানি না, কেন আপনাদের এমন সন্দেহ হলো?’
এবারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির দল বিজেপি সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ৫৪৩ আসনের লোকসভায় দলটি পেয়েছে ২৪০টি আসন, যা সরকার গঠনে প্রয়োজনের চেয়ে ৩২টি কম। যদিও দলটির নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ২৭২টি আসনের চেয়েও বেশি, অর্থাৎ ২৯৩টি আসন লাভ করেছে। অন্যদিকে ইনডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।
সরকার গঠনের এই গুরুত্বপূর্ণ সময়ে তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু এবং জনতা দলের (ইউনাইটেড) নীতিশ কুমার আগেরবারের জোট সরকারের এই দুই বর্ষিয়ান নেতা অনেকটা ‘কিংমেকারের’ ভূমিকায় অবতীর্ণ হন। তাই আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে এনডিএর এই বৈঠকে তাদের অংশ নেওয়া এক ধরনের সবুজ সংকেত বলেই ধরে নেওয়া যায়।
এদিকে, সরকার গঠনে বিরোধী নেতাদের কেউ কেউ তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালনোর জল্পনার মধ্যেই চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখিতভাবে সমর্থন দিয়েছেন বলেও জানা গেছে। গতকালের বৈঠকে এনডিএর অংশীদারদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন–শিবসেনার একনাথ সিন্ধে, জেডিএস নেতা এইচডি কুমারাস্বামী, জনসেবার পবন কল্যাণ, এলজেপির চিরাগ পাসওয়ান ও এনসিপির প্রফুল প্যাটেল।