শপথের আগে এনডিএ নেতাদের সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদি
টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন নরেন্দ্র মোদি। এর মাত্র কয়েক ঘণ্টা আগে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ রোববার (৯ জুন) ন্যাশনাল ডেমোক্রেটিক এলায়েন্স (এনডিএ) নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মন্ত্রী হতে চলেছেন এমন অনেক নেতাই এই বৈঠকে উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।
ভারতীয় গণমাধ্যমটি বলছে, আজ এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন কথা বলছিলেন তখন সামনের সারিতেই ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বয়োজ্যেষ্ঠ নেতারা। এ ছাড়া সেখানে ছিলেন এনডিএ নেতারাও।
এই বৈঠকে মোদির দ্বিতীয় মেয়াদের সরকারের মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ছিলেন অমিত শাহ, রাজনাথ সিং, নিতিন গাড়কারি, নির্মলা সীতারমন, ড. এস জয়শঙ্কর, ধর্মেন্দ্র প্রধান, অশ্বিনী ভীষনৈ এবং পিয়ূস গয়াল। এছাড়া ছিলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, জেডিইউ নেতা রাজিব রঞ্জন সিং, এইচএএম নেতা জিতন রাম মানজি, আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী, জেডিএস নেতা এইচডি কুমারাস্বামী, এলজেপি নেতা চিরাগ পাসওয়ান এবং জিতিন প্রসাদ।
নরেন্দ্র মোদির দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে প্রধান পার্থক্য হলো, লোকসভায় বিজেপির আসন সংখ্যা আগের চেয়ে কমে গেছে এবং সরকার গঠনে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা আসন পেতেদ লটিকে এখন তাদের মিত্রদের নিয়ে গড়া এনডিএর সমর্থনের ওপর নির্ভর করতে হচ্ছে।
নতুন মন্ত্রিসভায় চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতিশ কুমারের জেডিইউ একটি করে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ পেতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মোদির নতুন সরকারে এই সংযুক্তি একরকম নিশ্চিত বলে জানা গেছে।
গতকাল শনিবার প্রধানমন্ত্রীর বাসভবনে ১১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে। এই বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, বিজেপি প্রধান জেপি নদ্দা এবং দলের জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রোববার সন্ধ্যা সোয়া ৭টায় নতুন মেয়াদে সরকার পরিচালনার শপথ নেবেন বলে আশা করা হচ্ছে।