মোদির শপথ অনুষ্ঠানে ‘রহস্যময়’ প্রাণীর ঘোরাফেরা
টানা তৃতীয়বার ভারতের প্রধানমন্ত্রীর পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল রোববার (৯ জুন) নয়াদিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে তিনি শপথ নেন। সেই অনুষ্ঠানে তার মন্ত্রীসভার অন্য সদস্যরাও শপথ গ্রহণ করেন।
এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ শিল্পপতি, তারকাসহ অন্তত আট হাজার অতিথি ছিলেন। সেই অনুষ্ঠানের লাইভ সম্প্রচার হয় নরেন্দ্র মোদির ইউটিউব চ্যানেলে। সেখানের ভিডিও ফুটেজে দেখা যায়, বিজেপি এমপি দুর্গা দাসকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর পেছনে মঞ্চের ওপরের দিকে অল্প সময়ের জন্য বিড়ালজাতীয় একটি বড় প্রাণী ঘুরে বেড়াচ্ছে।
ফরাসি গণমাধ্যম এএফপি বলছে, প্রাণীটি চিতাবাঘের মতো দেখতে। নিরাপত্তার চাদরে ঘেরা শপথ অনুষ্ঠানে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ভারতের নবনির্বাচিত আইনপ্রণেতারা বসেছিলেন, সেই অনুষ্ঠানে প্রাণিটিকে দেখা গেছে। প্রাণিটি লাল গালিচার ওপরে হাঁটছিল।
এদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভিডিওটিতে দেখা যাওয়া প্রাণীটি কী তা জানতে রাষ্ট্রপতি ভবনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।