হজ মৌসুমে মক্কায় প্রথম শিশুর জন্ম, নাম রাখা হলো মোহাম্মদ
সৌদি আরবে এবারের হজ মৌসুমে প্রথম শিশু জন্ম নিয়েছে। ৩০ বছর বয়সী নরওয়ের এক হজযাত্রী শিশুটির জন্ম দিয়েছেন। ছেলে শিশুটি সুস্থ আছে, তার নাম রাখা হয়েছে মোহাম্মদ। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থার বরাতে এসব তথ্য জানিয়েছে আরব নিউজ।
প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ নামের শিশুটি মক্কার মাতৃত্ব ও শিশু হাসপাতালে জন্ম নেয়। ৩১ সপ্তাহের গর্ভাবস্থায় প্রসব বেদনা অনুভব করলে ওই নারী হজযাত্রী হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে তাকে পরীক্ষা-নীরিক্ষা করে প্রসূতি ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। ওই ওয়ার্ডে তিনি স্বাভাবিকভাবে শিশুটির জন্ম দেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মায়ের শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থ হয়ে উঠছেন। অন্যদিকে শিশু মোহাম্মদ বিশেষ পর্যবেক্ষণে রয়েছে।