অভিযোগের ১৪ বছর পর অরুন্ধতী রায়ের বিরুদ্ধে মামলার অনুমতি
২০১০ সালে প্ররোচনামূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ ওঠে আলোচিত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে। কাশ্মীরের সমাজকর্মী সুহেল পণ্ডিত এই অভিযোগ তোলেন। অভিযোগে বলা হয়, ‘আজ়াদি দ্য অনলি ওয়ে’ শীর্ষক আলোচনাসভায় অরুন্ধতী ও কাশ্মীর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইনের প্রাক্তন শিক্ষক শেখ শওকত হোসেন প্ররোচনামূলক বক্তৃতা দেন। সেই অভিযোগের পর গড়িয়েছে ১৪ বছর। এবার সেই অভিযোগে মামলার অনুমতি দিলেন দিল্লির উপরাজ্যপাল। খবর এনডিটিভি ও আনন্দবাজারের।
সুহেল পণ্ডিত অভিযোগে জানান, বক্তৃতায় অরুন্ধতী দাবি করেন কাশ্মীর কখনওই ভারতের অংশ ছিল না। ওই এলাকা ভারতীয় সশস্ত্র বাহিনী জোর করে দখল করে রেখেছে।
২০২৩ সালের অক্টোবরেই দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অরুন্ধতী ও শেখ শওকত হোসেনের বিরুদ্ধে মামলা শুরু করার অনুমতি দিয়েছিলেন। এবার ইউএপিএতে মামলার অনুমতি দিলেন তিনি।
গতকাল শুক্রবার (১৪ জুন) রাজ নিবাসের কর্মকর্তারা জানান, উসকানিমূলক বক্তব্যের অভিযোগে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে ভি কে সাক্সেনা এই মামলার অনুমতি দেন। নয়াদিল্লির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের আদেশের পর তাদের বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করা হয়েছে বলেও জানান তারা।
যদিও মামলার পর অরুন্ধতী ও শওকত এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি।