ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৮
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় আজ সোমবার (১৭ জুন) সকালে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষে আটজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও কমপক্ষে ৫০ জন। খবর এনডিটিভির।
জানা গেছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাবার পথে নিউ জলপাইগুড়ির কাছে রাঙ্গাপানি স্টেশনে পৌঁছালে সেটিকে মালবাহী ট্রেনটি পেছন থেকে ধাক্কা দেয়। এই সংঘর্ষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন দুর্ঘটনাস্থলে চিকিৎসক ও দে র্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা রওনা হয়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘দার্জিলিং জেলার মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি মর্মাহত।’
পশ্চিমবঙ্গ ও উত্তরপূর্বাঞ্চলীয় শহর আগরতলার মধ্যে যোগাযোগ রক্ষা করে চলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন। এই লাইনে ট্রেন দুর্ঘটনার ফলে তা আরও বেশকটি ট্রেনের চলাচলকে বিঘ্নিত করবে কেননা এই রেলপথ ভারতের ‘চিকেন নেক’ করিডোরের মাধ্যমে দেশটির উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। দার্জিলিং ভ্রমণের জন্য পর্যটকরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি বেশি ব্যবহার করে থাকে।
এ পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে আঘাত করে।