বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিজেপিকে হুঁশিয়ারি মমতার
আর জি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টানা কয়েকদিন ধরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচারের স্বার্থে প্রতিবাদকারীরা রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন। তবে মুখ্যমন্ত্রী মমতা এ বিক্ষোভের পেছনে বিজেপিসহ বিরোধীদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ করে আসছেন। গতকাল বুধবারও (২৮ আগস্ট) তিনি বাংলাদেশের প্রসঙ্গ টেনে বিরোধীদের হুঁশিয়ার করে দেন।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছু লোক মনে করে, এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি; তারা আমাদের মতো কথা বলে এবং আমাদের সংস্কৃতি ভাগাভাগি করে। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটি পৃথক দেশ এবং ভারত একটি পৃথক দেশ।’
মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘এখানে (পশ্চিমবঙ্গ) আগুন লাগাতে প্রধানমন্ত্রী মোদি তার দলকে ব্যবহার করছেন। বাংলা জ্বালিয়ে দিলে আসাম, উত্তর-পূর্বাঞ্চল, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও দিল্লিও পুড়বে! আমরা আপনার গদি উল্টে দেব।’