একই মাসে একসঙ্গে শক্তিশালী ৪ ঘূর্ণিঝড়!
চারটি পৃথক ঝড় একই সঙ্গে ধেঁয়ে আসছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে এগিয়ে আসছে তারা। এমন বিরল ঘটনা ফিলিপাইনের জন্য বিশেষ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির ফলে এমনটা ঘটতে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। খবর সিএনএনের।
১৯৫১ সালে রেকর্ড তৈরির পর থেকে এটি প্রথমবারের মতো নভেম্বর মাসে একইসময়ে চারটি ঝড়ের অস্তিত্ব কথা জানিয়েছে জাপানের আবহাওয়া সংস্থা। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সিএনএনকে এমন তথ্য নিশ্চিত করেছে তারা। গত সাত বছরের মধ্যে এক মাসে চারটি ঝড়ের ঘটনা এই প্রথম।
সিএনএন বলছে, টাইফুন সতর্কতা কেন্দ্র থেকে প্রকাশিত স্যাটেলাইট ছবিগুলো পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিস্তৃত অংশে ঝড়গুলোর অবস্থানকে তুলে ধরেছে। এই ঝড়গুলো হলো—টাইফুন ইয়িনসিং, টাইফুন তোরাজি, ট্রপিক্যাল স্টর্ম উসাগি ও ট্রপিক্যাল স্টর্ম ম্যান-ই।
ফিলিপাইন প্রায় প্রতি বছরই একাধিক ঝড়ে আক্রান্ত হয়, তবে সম্প্রতি একের পর এক টাইফুনের আঘাতে পুনর্বাসন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে হাজারও মানুষকে এখনও আশ্রয়কেন্দ্রে থাকতে হচ্ছে।
গত বৃহস্পতিবার উত্তর-পূর্ব ফিলিপাইনে আঘাত হানে টাইফুন ইয়িনসিং, যার বাতাসের গতি ছিল ক্যাটাগরি-৪ টাইফুনের সমতুল্য। এতে বৃষ্টিপাত, সামুদ্রিক ঢেউ ও ভূমিধসের সৃষ্টি হলেও প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়টি দক্ষিণ চীন সাগরে প্রবেশ করে চীনের হাইনান প্রদেশ এবং পরবর্তীতে ভিয়েতনামে গিয়ে ভারী বৃষ্টি বর্ষণ করে।
এরপর টাইফুন তোরাজি লুজোনের অরোরা প্রদেশে আঘাত হানে, যার বাতাসের গতি ক্যাটাগরি-১-এর সমতুল্য। ফিলিপাইনের পূর্ব উপকূলে এই ঝড় আঘাত হানার পর হাজারও মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
তৃতীয় ঝড় ট্রপিক্যাল স্টর্ম উসাগি। এটি ফিলিপাইনের লুজোন দ্বীপের ৭৫০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে এবং এটি টাইফুনে রূপান্তরিত হওয়ার পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, চতুর্থ ঝড় ম্যান-ই আগামী সপ্তাহে ফিলিপাইনের দিকে অগ্রসর হতে পারে।
সিএনএনের প্রতিবেদন বলছে, এই ঝড়গুলো সরাসরি ফিলিপাইনে আঘাত করবে কি না তা এখনো স্পষ্ট নয়, তবে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া এবং ঝড়ো ঢেউয়ের সম্ভাবনা রয়েছে।