হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হচ্ছেন ক্যারোলিন লেভিট
ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার পরবর্তী প্রশাসনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটকে নিয়োগ দেবেন। লেভিট তার প্রচারণা শিবিরের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। ২৭ বছর বয়সী লেভিট হতে যাচ্ছেন মার্কিন ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। খবর বিবিসির।
নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক বিবৃতিতে বলেন, তিনি আত্মবিশ্বাসী, লেভিট কাজে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এবং আমেরিকান জনগণের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে সহায়তা করবে যে, আমরা আমেরিকাকে আবার মহান করব।
‘ক্যারোলিন লেভিট স্মার্ট, দৃঢ় ও অত্যন্ত কার্যকর জনসংযোগকারী হিসেবে প্রমাণিত’, বলেন ট্রাম্প।
নিউ হ্যাম্পশায়ারের বাসিন্দা লেভিট তার নিজ অঙ্গরাজ্যের সেন্ট অ্যানসেলম কলেজে যোগাযোগ ও রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অধ্যয়ন করেছেন। অধ্যয়নরত অবস্থাতেই তিনি ফক্স নিউজে এবং ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউস প্রেস অফিসে ইন্টার্ন করেন।
লেভিট ২০১৯ সালে স্নাতক হওয়ার পরপরই প্রথমে ট্রাম্প প্রশাসনের হয়ে হোয়াইট হাউসে কাজ শুরু করেন। প্রথমে তিনি প্রেসিডেন্টের লেখক এবং পরে সহকারী প্রেস সচিব হিসেবে কাজ করেন।
হোয়াইট হাউস ত্যাগ করার পর লিভিট জ্যেষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য এলিস স্টেফানিকের যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যাকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে কাজ করার জন্য মনোনীত করেছেন।
২০২৪ সালের জানুয়ারিতে ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দেন। এখন তিনি মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করার জন্য নির্বাচিত হয়েছেন। আগের এ রেকর্ডধারী ছিলেন রন জিগলার। ১৯৬৯ সালে তিনি ২৯ বছর বয়সে রিচার্ড নিক্সনের প্রশাসনে এ পদে নিযুক্ত হয়েছিলেন।
ট্রাম্প তার প্রথম চার বছরের মেয়াদে একাধিক প্রেস একাধিক প্রেস সেক্রেটারি নিয়োগ দিয়েছিলেন। তারা হলেন শন স্পাইসার, সারাহ হাকাবি স্যান্ডার্স, স্টেফানি গ্রিশাম ও কায়লেগ ম্যাকেনি।