অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে কথা বলা আজ পাপ : রিজভী
দেশে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা পাপ, অত্যাচারের বিরুদ্ধে কথা বলা পাপ। মানবপাচার ও টাকা পাচারকারীরা পার পেয়ে যায়, সেই দেশে আমরা বাস করছি—সরকারের সমালোচনা করে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ বুধবার দুপুরে মেঘনা এলাকায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ও সোনারগাঁও পৌরসভার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এই সমালোচনামূলক মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, স্থানীয় পুলিশ প্রশাসন নারায়ণগঞ্জসহ অনেক জায়গায়, মিছিল, সভা-সমাবেশ করতে দেয় না। গণতন্ত্রে স্বীকৃত যে অধিকার সেই অধিকারগুলো পদদলিত করে আজকে আওয়ামী লীগ, যুবলীগ ও পুলিশ লীগের মধ্যে কোনো পার্থক্য নেই।
রিজভী প্রশ্ন রেখে বলেন, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদের বক্তব্যের সঙ্গে ঢাকার পুলিশ কমিশনার বা অন্য কারো বক্তব্য কি এক হতে পারে? তারা তো নিরপেক্ষ প্রশাসন।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক দাবি করে রিজভী আরও বলেন, আওয়ামী লীগের একজন এমপি মানবপাচারের সাথে জড়িত। তার বিচার হয় না। বিএনপি অনেক জায়গায় মিছিল মিটিং করতে পারছে না।
সোনারগাঁও উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন, বিএনপির ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন প্রমুখ।