আজ ডিএমপিতে যাচ্ছে বিএনপি
ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।
আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) বেলা ১১টায় ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপির প্রতিনিধি দলে থাকছেন—ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু।
এছাড়া বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানীও বৈঠকে অংশ নেবেন।