আদালতের আদেশ অমান্য : প্রধান বন সংরক্ষককে হাইকোর্টে তলব
আদালতের আদেশ অমান্য করায় তার ব্যাখ্যা দিতে প্রধান বন সংরক্ষককে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২৮ আগস্ট তাকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট দেওয়ান এম এ ওবায়েদ হোসেন সেতু।
পরে আইনজীবী সেতু সাংবাদিকদের বলেন, গত বছরের ২৪ ফেব্রুয়ারি সোহাগ টিম্বার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে কাঠ কিনেন ফরিদপুরের এক ক্রেতা। সেই কাঠবোঝাই ট্রাক ফরিদপুর গেলে তা জব্দ করে পুলিশ। তখন আমরা সোহাগ টিম্বার ব্যবসা পরিচালনার যাবতীয় বৈধ কাগজপত্র ফরিদপুর বন বিভাগে দেখানোর পরও তারা কাঠ হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। এরপর কাঠ ফিরে পেতে আমরা প্রধান বন সংরক্ষক বরাবর আবেদন করি। দীর্ঘদিনেও আমাদের সে আবেদনটি নিষ্পত্তি না করায় আমরা হাইকোর্টে রিট করি।
তিনি বলেন, রিটের শুনানি নিয়ে হাইকোর্ট ৩০ দিনের মধ্যে প্রধান বন সংরক্ষককে আবেদনটি নিষ্পত্তির নির্দেশ দেন। কিন্তু ৩০ দিন পেরিয়ে গেলেও আবেদনটি নিষ্পত্তি না করায় প্রধান বন সংরক্ষকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননায় নোটিশ দেওয়া হয়। সে নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ দায়ের করলে আদালত সেই আবেদনের শুনানি নিয়ে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীকে তলবের আদেশ দিলেন।