আদালতের নির্দেশ অমান্য : কক্সবাজারের ডিসিকে তলব
সমুদ্র সৈকত এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে আদালতের নির্দেশ অমান্য করায় কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. মামুনুর রশিদকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৯ অক্টোবর তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
অ্যাডভোকেট মনজিল জানান, গত ১৯ এপ্রিল কক্সবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। এরপরও ওই এলাকায় বেশ কিছু দোকান ও স্থাপনা গড়ে উঠেছে। দীর্ঘ শুনানির পর বার বার সময় নেওয়ার পরও জেলা প্রশাসক ওইসব স্থাপনা উচ্ছেদ করেননি। যে কারণে আজকে জেলা প্রশাসকসহ সবার ওপর আদালত অবমাননার অভিযোগে একটা রুল জারি করেন হাইকোর্ট। আর কক্সবাজারের জেলা প্রশাসককে আগামী ১৯ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।