আন্দোলনের ধারা অনুযায়ী ধরন বদলাতে পারে : মির্জা ফখরুল
আন্দোলনের ধারা অনুযায়ী ধরন বদলাতে পারে জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সিন্ধান্ত অনুয়ায়ী ফ্যাসিস্ট সরকারকে প্রতিরোধ করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলছি। সে কর্মসূচি অনুযায়ী ২০ দলের শরিক বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে কথা বলেছি। আজকে পর্যন্ত পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি।
আজ মঙ্গলাব রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, জনগণের আন্দোলেনের মধ্য দিয়ে এ সরকারকে বাধ্য করবো। একই সঙ্গে সংসদ বিলুপ্ত করে একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের সংসদ গঠনে আমরা এক জোট হয়ে কাজ করবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যুগপৎভাবে শুরু করবো। আন্দোলেনের ধারা অনুযায়ী ধরন বদলাতে পারে।
এসময় মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী বলেন, সংলাপে আমরা বলেছি, বাংলাদেশে যে কোনো আন্দোলন বিএনপির নেতৃত্বে হবে, সেই আন্দোলনে আমরা শরিক থাকব।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যত মামলা আছে তা প্রত্যাহার করতে হবে। তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ দিতে হবে। সকল রাজনীতিবিদের মামলা প্রত্যাহার করে দেশের সেবা করার সুযোগ দিতে হবে।
বিএনপির সঙ্গে সংলাপে মুসলিম লীগের মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে ৯ সদস্য প্রতিনিধি দল অংশ নেন। তাঁরা হলেন দলের সহ-সভাপতি আজিজুল রহমান লিটন, নির্বাহী মহাসচিব নজরুল ইসলাম, শ্রম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মিনহাজ উদ্দিন, শিল্প সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এমদাদুল হক, সহ-সম্পাদক মোশাররফ হোসেন তারা, সহ-সম্পাদক হাজী মোহাম্মদ মিয়া, সহ- সম্পাদক মোহাম্মদ জাফর ইমাম হিমেল ও সহ- সম্পাদক বুলবুল হাজারী।
বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও ২০ দলীয় জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান সংলাপে অংশ নেন।