ইউপি চেয়ারম্যানের বরখাস্তের আদেশ স্থগিত
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আওয়ালের সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১১ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে সাময়িক বরখাস্তের আদেশ কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। এ আদেশের ফলে আব্দুল আওয়ালের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানিয়েছেন।
আদালতে আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কে আর খান পাঠান ও মো. সাগর হোসেন।
আইনজীবীরা জানান, নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ১ নম্বর কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আওয়ালের বিরুদ্ধে একটি রাজনৈতিক মামলা হয় ২০২১ সালে। সেই মামলায় চার্জশিট গ্রহণ করা হয়। ওই চার্জশিটের কারণে গত ২৭ মার্চ স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর বিরুদ্ধে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন।