ইজিবাইক ছিনতাই করতেই চালককে হত্যা করা হয়
জয়পুরহাট সদর উপজেলায় ইজিবাইক চালককে হত্যার ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে ইজিবাইক জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মামুন আহম্মদ ভূঁঞা।
গ্রেপ্তারকৃত দুজন হলেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার তিলাবদুল পূর্বপাড়া গ্রামের রশিদুল (৩৭) এবং একই গ্রামের রুবেল (৩৫)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ২৪ অক্টোবর বিকেলে উপজেলার বটতলী বাজারে আসামিরা প্রথমে একত্রিত হয়ে ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে অনুযায়ী তারা জয়পুরহাট শহরের পাঁচুর মোড় থেকে একটি চাকু কেনেন। পরে পৃথিবী কমপ্লেক্সের সামনে থেকে ২০০ টাকায় শফিকুল ইসলামের ইজিবাইক ভাড়া করে ধামইর হাটের আলতাদিঘীতে যান। সেখানে কিছু সময় কাটিয়ে সন্ধ্যার পর ওই ইজিবাইকে ফের জয়পুরহাটে রওনা করেন। ফেরার সময় পথিমধ্যে মঙ্গলবাড়ী-দোগাছি সড়কের পার্শ্ববর্তী গুচ্ছগ্রামের কাছে আসামিরা চালক শফিকুলের গলায় রশি লাগিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে। এ সময় চাকু দিয়ে গলা কেটে তাঁর মৃত্যু নিশ্চিত করে। পরে পাশের ধানক্ষেতে মরদেহ ফেলে ইজিবাইক নিয়ে পালিয়ে যান। ওইদিন রাতে ওই স্থান থেকে শফিকুলের লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনার পরদিন (২৫ অক্টোবর) তারা ক্ষেতলাল উপজেলার বটতলী বাজারের একটি দোকানে ২৩ হাজার টাকায় ওই ইজিবাইকের পাঁচটি ব্যাটারি বিক্রি করে টাকা ভাগাভাগি করে নেয়।
এসপি আরও জানা, এ ঘটনায় জড়িত অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।