বকশীবাজারে অস্থায়ী আদালত কক্ষের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতের এজলাস কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে এজলাস কক্ষের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর।
বেলা সাড়ে ১১টার দিকে লালবাগ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, ‘আজ ভোরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে এজলাস কক্ষের চেয়ার টেবিল সব পুড়ে গেছে।’ তবে, আগুন লাগার কারণ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আগুনের ঘটনায় শিক্ষার্থীরা দাবি করছেন, বহিরাগত কেউ এসে আগুন লাগাতে পারে। শিক্ষার্থীদের সঙ্গে আগুনের কোনো সংশ্লিষ্টতা নেই।
এদিকে গতকালের পর আজ বৃহস্পতিবারও বিডিআর বিদ্রোহের বিচারকাজের জন্য স্থাপিত অস্থায়ী আদালত ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ থেকে সরাতে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন। এতে বকশীবাজার-চকাবাজার রোডে যান চলাচল ব্যাহত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গতকাল বুধবার রাত থেকে তারা সড়কে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে, আজ আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরুর বিষয়ে আইন মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। তবে, সেখানে পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের প্রবেশ করতে দিচ্ছেন না শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, আলিয়া মাদ্রাসার মাঠ শিক্ষার্থীদের। কারা কর্তৃপক্ষ অবৈধভাবে মাঠটি দখল করে দীর্ঘদিন ধরে আদালত পরিচালনা করে আসছে। তারা মাঠ দখলমুক্ত চান।
আন্দোলনে অংশ নেওয়া নাজির আহমদ নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা বিশ্বাস করি, জুলাই বিপ্লবের পরে এসে আমরা আমাদের মাঠ ফিরে পাব। আগামী এক ঘণ্টার মধ্যে আমাদের মাঠের বিষয়ে সমাধান চাই। দ্রুত সমাধান না এলে শিক্ষার্থীরা সমন্বয় করে তীব্র আন্দোলন গড়ে তুলব।’
এপিবিএন মিরপুর ইউনিটের উপপরিদর্শক (এসআই) বাবুল হোসেন বলেন, স্থানীয় থানা পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে।
অন্যদিকে, শিক্ষার্থীদের আন্দোলন হলেও আদালত বসবে দাবি করে বিডিআর বিদ্রোহের মামলার আসামিপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজ ১১৬ জন আসামির পক্ষে জামিন আবেদন করেছি। ইতোমধ্যে বিচারক জজ কোর্ট থেকে বকশি বাজারের আদালতে গিয়েছেন। প্রসিকিউশন টিমও গিয়েছে। তাদের সবার উপস্থিতিতে জামিন শুনানি হবে।’