ঈশ্বরগঞ্জে বিএনপির ইফতার মাহফিলে যুবলীগের হামলা
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির ইফতার মাহফিলে এবং উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা যুবলীগ হামলা চালিয়েছে। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ওপর লাঠিচার্জ করে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ এই অভিযোগ করে বলেন, শনিবার বিকেলে পৌর এলাকার চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় বিএনপির ৪-৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
পুলিশ, বিএনপি ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর সদরের চরনিখলা উচ্চ বিদ্যালয় মাঠে আজ বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজনের প্রস্তুতির মুহূর্তে বিকেল ৪টার দিকে সেখানে যুবলীগের কিছু নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই সময় ঘটনাস্থলে থাকা কিছু বিএনপির নেতাকর্মী আহত হয়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের তাড়িয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ পরে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুর করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম হারুন অর রশিদ বলেন, প্রশাসনকে অবহিত করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমাদের প্রস্তুতির শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথি ও নেতাকর্মীরা মাহফিলস্থলে আসতে শুরু করলে আওয়ামী লীগের বিদ্রোহী কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে। ঘটনাস্থলে থাকা আমাদের ৪-৫ জন নেতাকর্মী আহত হয়। পরবর্তীতে বিএনপির অস্থায়ী কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে হামলাকারীরা।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেছেন, হামলা ও ভাঙচুরের খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ইফতার মাহফিল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়।