বিএনপির ইফতার পার্টিতে সাংবাদিকদের ওপর হামলা, বিচার দাবি
ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী ও রূপনগর থানার ইফতার অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার দোষিদের বিচার দাবি করেছে এনটিভি কর্তৃপক্ষ। শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর মিরপুরের পল্লবী কমিউনিটি সেন্টারে এ হামলার ঘটনা ঘটে।
এই ঘটনায় এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসানসহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিতি সাংবাদিকরা বলেন, বিএনপি নেতাকর্মীদের হামলায় কয়েকজন ক্যামেরাপারসনও আহত হয়েছেন এবং দুটি টেলিভিশনের ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দালালেরা অনুষ্ঠানে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তারা গণমাধ্যমের সঙ্গে দুর্ব্যবহার করেছে।
অতিথিদের (সাংবাদিক) সম্মান রক্ষা করতে না পারায় নিজ দলের নেতাকর্মীদের সমালোচনা করে ফখরুল বলেন, মনে হয় না তারা দলকে ভালোবাসে। তারা অতিথিদের সম্মান রক্ষা করতে জানে না।
কর্তব্যরত এনটিভির সাংবাদিকসহ অন্যান্যদের লাঞ্ছিত করার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে এনটিভি কর্তৃপক্ষ।