এবারও হাসপাতালেই খালেদা জিয়ার ঈদ
পবিত্র ঈদুল ফিতর শুক্রবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মতো বাংলাদেশে উদযাপিত হবে ঈদ উৎসব। তবে করোনা মহামারির কারণে উৎসব হারিয়েছে তার চেনা রূপ। ভয়াবহ এক আতঙ্কের মাঝে ঈদ উদযাপনের প্রস্তুতি নিয়েছে গোটা দেশ।
তবে অন্যান্যবারের চেয়ে একেবারেই ভিন্ন অভিজ্ঞতায় এবার ঈদ উদযাপন করবেন দেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। অসুস্থতার কারণে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। এবার সেখানেই কাটছে সাবেক এ প্রধানমন্ত্রীর ঈদের দিনটি।
বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় ও তাঁর চিকিৎসকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ২০১৯ সালেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) ঈদের দিন কাটিয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান বৃহস্পতিবার বলেন, ‘২০১৮ সালে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর থেকেই আমাদের ঈদের আনন্দ হারিয়ে গেছে। এবার সেটা আরও নেই। কারণ বাংলাদেশের মানুষের প্রাণের প্রিয় নেত্রী খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন। আর অন্যদিকে করোনার থাবা, সব মিলিয়ে ঈদের আনন্দ এখন আর দলের কোনো নেতাকর্মীকে স্পর্শ করে না।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গত ১১ এপ্রিল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এরপর গুলশানে নিজের ভাড়া বাসা ‘ফিরোজা’য় চিকিৎসা নেন সাবেক প্রধানমন্ত্রী। তবে ১৫ দিন পর করোনা পরীক্ষায় রিপোর্ট ফের পজিটিভ হলে ২৭ এপ্রিল খালেদা জিয়াকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে।
গত ৩ মে সকালে খালেদা জিয়ার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে সিসিইইতে নেওয়া হয়। তখন থেকে তিনি সিসিইইতেই চিকিৎসাধীন। তবে এখন পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এর মাঝে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে।