কক্সবাজার উপকূল থেকে ‘চার লাখ ৩০ হাজার ইয়াবাসহ’ আটক ৫
বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূল থেকে চার লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়েছে বলে দাবি করছে র্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে গভীর সমুদ্র এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক করা ব্যক্তিরা হলেন—রশিদ উল্লাহ, আমানত করিম, নাছির উদ্দিন ও ছৈয়দুর রহমান।
কক্সবাজার র্যাব-১৫ থেকে আজ শুক্রবার সকালে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গভীর সমুদ্র এলাকায় কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান ও মেজর শেখ মোহাম্মদ ইউসূফের নেতৃত্বে মাছ ধরার একটি ট্রলারকে চিহ্নিত করেন র্যাবের সদস্যেরা। এরপর ধাওয়া করে ওই ট্রলার থেকে চার লাখ ৩০ হাজার ইয়াবা পাওয়া যায়।
কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভীর হাসান দাবি করেন, এক সপ্তাহ ধরে ইয়াবা পাচারকারী চক্রের ওপর নজর রাখছিল র্যাব। সেই চক্রের একটি চালান আসার খবরে গভীর সমুদ্রে অভিযান চালানো হয়। অভিযানে চার লাখ ৩০ হাজার ইয়াবাসহ পাঁচ জনকে আটক করা হয়। আটক করা ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।