কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মির্জা ফখরুলের
এবার কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘হাসিনা সরকারের আমলে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি।’ তিনি বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে আছে বলেই সরকারের টনক নড়েছে। এখন সতর্কভাবে আন্দোলনে আছি, প্রয়োজন হলে হরতাল কর্মসূচি দেওয়া হবে।’
আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ফখরুল।
মির্জা ফখরুল আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন চিহ্নিত স্বৈরতান্ত্রিক সরকার। এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’ ‘তারা (সরকার) পরিবর্তিত না হলে আরও নিষেধাজ্ঞা আসতে পারে’ বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, ‘বিএনপি কখনো কোনো দেশের রাষ্ট্রদূতকে ডাকে না, তারাই আমাদের সঙ্গে সব ধরণের যোগাযোগ রক্ষা করেন।’
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ দলের অন্যন্যা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।