তারেক রহমান কবে দেশে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিনের মধ্যে পুরোপুরি সব মামলা থেকে মুক্ত হবেন। তিনি শিগগিরই আমাদের মাঝে উপস্থিত হবেন, ইনশাল্লাহ।
রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে ‘রাজবন্দীর জবানবন্দী’বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। এতে সভাপতিত্বে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, আমাদের যে ত্যাগ, জনগণের, যুবকদের, স্বেচ্ছাসেবকদের, ছাত্রদের, মহিলাদের, এটা কোনো মতেই বৃথা যাবে না। বৃথা যায়নি। আমরা অন্তত ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, ওদেরকে তাড়াতে পেরেছি।
মির্জা ফখরুল আরও বলেন, শেখ হাসিনা পালানোর পর থেকে আমরা কেনো জানি নিজেদের মধ্যে পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। দেখুন না কি একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আরে ক্ষমতায় তো টিকে থাকবে তখনই যখন তুমি এটাকে তুমি স্যাটেল করতে পারবে…, তার জন্য আমরা বার বার বলছি সংস্কার… এই সংস্কার তো আমরাই শুরু করেছি, প্রথম সংস্কারের কথা বলেছি। জিয়াউর রহমান সাহেব প্রথম সংস্কার করেছে এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে এসেছিলেন।
বিএনপির মহাসচিব আরও বলেন, এই যে এখন সংবাদপত্রের স্বাধীনতার কথা বলা হচ্ছে। মাত্র চারটা ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ। জিয়াউর রহমান সাহেব এসে সব সংবাদপত্র খুলে দিয়েছিলেন। বদ্ধ অর্থনীতি ছিল। সেখানে তথাকথিত ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতিকে বাদ দিয়ে সেখানে তিনি একটা মিশ্র বা মুক্ত অর্থনীতির মতবাদ নিয়ে এসেছিলেন। বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন সেই দর্শন ইটসেলফ সংস্কারের মূলকথা এবং ১৯ দফা কর্মসূচি ছিল সংস্কারের বড় কর্মসূচি। আমাদেরকে এগুলো সামনে নিয়ে আসতে হবে।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক সচিব ইসমাইল জবিহউল্লাহর সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক শফিক রেহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুল, মাহমুদা হাবিবা, অললাইট অ্যাক্টিভিস্ট হুমায়ুন কবীর, রেজাউর রহমান, ফসিউল আলম, কাজল রহমান, শিপন আহমেদ, ওয়াসিম ইফতেখারুল হক প্রমুখ।