কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের
রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বসির উদ্দিন তালুকদার নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আজ শনিবার সকালে বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া।
ইকরাম আলী মিয়া বলেন, ‘কনস্টেবল বসির উদ্দিন তালুকদার ঢাকা মহানগর পুলিশের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) ফারুক হোসেনের বডিগার্ড ছিলেন। দায়িত্ব পালন শেষে তিনি হাজারিবাগের বাসায় ফিরছিলেন।’
ওসি বলেন, বাইসাইকেলে চড়ে বসির উদ্দিন বাসায় ফরছিলেন। পথে ধানমন্ডি সাত নম্বরে এলে অজ্ঞাত এক গাড়ি তাঁকে চাপা দেয়। এতে বসির উদ্দিন তালুকদার গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকা মেডিককেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
ইকরাম আলী মিয়া বলেন, ‘পুলিশ সদস্যকে ধাক্কা দেওয়া গাড়িটি প্রাইভেটকার নাকি অন্য কোনো যানবাহন, তা এখনও জানা যায়নি। আমরা সিসি ক্যামেরার ভিডিও দেখার চেষ্টা করছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।’
বসির উদ্দিন তালুকদারের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার কান্তিপাশা গ্রামে।