কাকরাইলে গ্যারেজে অগ্নিকাণ্ড
রাজধানীর কাকরাইল এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই গ্যারেজ অগ্নিকাণ্ড ঘটে। পরে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল দিবাগত রাতে কাকরাইল এলাকার ওই গ্যারেজ থেকে ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিভেন জানান, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খবর পাওয়া যায়, কাকরাইলে একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট যায়। পরে দিবাগত রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।
এদিকে, এ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।