কারওয়ান বাজারে বাসের চাপায় স্কুটিচালক নিহত
রাজধানীর কারওয়ান বাজারে বাসের চাপায় এক স্কুটিচালক নিহত হয়েছেন। আজ বুধবার বিকেল ৪টার দিকে স্টার কাবাব অ্যান্ড হোটেল এলাকার ফুটওভার ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েদুর রহমান (৪৩) রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া এলাকার বাসিন্দা।
আজ বুধবার সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।
পরিদর্শক বলেন, ‘সায়েদুর রহমান কারওয়ান বাজারের সোনারগাঁও মোড় থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। এমন সময় গুলিস্তান–আব্দুল্লাহপুর পথের ৩ নম্বরের একটি বাস তাঁকে চাপা দেয়।’
‘আমাদের মনে হচ্ছে, প্রথমে বাসটি সায়েদুর রহমানকে ধাক্কা দেয়। এতে তিনি স্কুটি থেকে ছিটকে বাসের নিচে চলে যান। হেলমেট ভেঙে মূলত সায়েদুরের মাথায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।’
শাহ আলম আরও বলেন, নিহতের কাছে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঠিকানা দেওয়া আছে তেজগাঁওয়ের পূর্ব নাখালপাড়া।’
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান থানার উপপরিদর্শক (এসআই) খোকন বাউলি।
পুলিশ আরও জানায়, ঘটনার পর নিহতের পরিবারের লোকজন থানাতে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক এবং চালকের সহকারী (হেলপার) পালিয়ে গেছেন। আর স্কুটিটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলেও জানায় পুলিশ।