কুমিল্লায় অগ্নিকাণ্ডে পুড়েছে ৩০ দোকান
কুমিল্লায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৩০টি দোকান। গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ক্যান্টনমেন্ট সংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, নিশ্চিন্তপুর এলাকায় মোটরসাইকেল মার্কেটের একটি দোকানে রাত ৩টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে অন্তত ৩০টি দোকান পুড়ে যায়। দোকানগুলোর ভেতরে থাকা নতুন ও পুরাতন মোটরসাইকেল, মোটরসাইকেলের পার্টস পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।