কুমিল্লায় কাভার্ডভ্যানের চাপায় অটোচালক ও পথচারী নিহত
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার শুয়াগাজী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বুধবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন অটোরিকশার চালক হানিফ এবং স্থানীয় বাসিন্দা জমির হোসেন।
পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে চট্টগ্রামগামী কাভার্ডভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার চালক হানিফ এবং রাস্তার পাশে থাকা পথচারী জমির হোসেন নিহত হন।