কুমিল্লায় গুলিবর্ষণ কার নির্দেশে, খতিয়ে দেখা হচ্ছে : তথ্যমন্ত্রী
কুমিল্লায় রেদওয়ান আহমেদের ওপর তরমুজ ছোড়ার প্রতিউত্তরে গুলি ছোঁড়ার ঘটনা মির্জা ফখরুল ইসলাম কিংবা বিএনপির কোনো শীর্ষনেতার নির্দেশে করা হয়েছি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. হাছান মাহমুদ এ কথা বলেন। ড. হাছান মাহমুদ রংপুর মহানগরের কোতোয়ালি থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে রংপুর আসেন।
মন্ত্রী বলেন, কুমিল্লায় এলডিপির মহাসচিব রেদওযান আহমেদ যে কাণ্ডটি ঘটিয়েছেন, তা অন্ত্যন্ত দুঃখজনক, ন্যক্কারজনক ও প্রচণ্ড নিন্দনীয়।
ঘটনার বর্ণনা করে তথ্যমন্ত্রী বলেন, সেখানে আমাদের দলের কর্মীরা জমায়েত হয়েছিল এবং সেখানে তিনি গেছেন। তারপর একটি তরমুজ ছুড়ে মেরেছে। সেটির প্রতিউত্তরে তিনি গুলি ছুড়েছেন। সেখানে আমাদের দলের দুজন গুলিবিদ্ধসহ কয়েকজন আহত হয়েছেন।
মন্ত্রী বলেন, আপনারা জানেন—ইসরায়েলে যখন শিশুরা ইসরায়েলি বাহিনীর ওপর ঢিল ছোঁড়ে, প্রতিউত্তরে ইসরায়েলি বাহিনী শিশুদের প্রতি গুলি ছোড়ে। এই ঘটনাও ঠিক সেরকম। সেখানে ঢিলও ছোড়ে নাই। তরমুজ ছুড়েছে। সেটির প্রতিউত্তরে রেদওয়ান আহমেদ সাহেব গুলি ছুড়েছেন। আর রেদওয়ান আহমেদের এই গুলি ছোঁড়ার পক্ষে সাফাই গেয়েছেন মির্জা ফখরুল। তিনি আরও নানা ধরনের কথা বলেছেন। এখন খতিয়ে দেখা দরকার রেদওয়ান আহমেদ মির্জা ফখরুল সাহেব কিংবা বিএনপির কোনো শীর্ষনেতার নির্দেশে গুলি ছুড়েছেন কি না? সেটা একটু খতিয়ে দেখা দরকার। ঘটনাটি তদন্তাধীন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসল ঘটনা বেরিয়ে আসবে। যারাই এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আরও বলেন, এখন কথায় কথায় টিআইবি বিবৃতি দেয়। এর আগে মধ্যরাতে একটা ঘটনা ঘটল টিআইবি সকাল বেলায় খোঁজখবর না নিয়েই বিবৃতি দিল। এখন টিআইবি ও রিজভী আহমেদের মধ্যে কোনো পার্থক্য নেই। রিজভী সাহেব যেমন ঘটনা ঘটার আগেই বিবৃতি লিখে রাখেন, ঠিক তেমনি টিআইবিও ঘটনা ঘটার আগেই বিবৃতি লিখে রেখে তা প্রকাশ করছে।